ভালুকায় বাড়ীর মালিককে  বেঁধে ডাকাতি

ময়মনসিংহ  প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় বাড়ীর গেইট ভেঙে  ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামের খাদেমুলের বাড়িতে ওই ঘটে।

বাড়ির মালিক খাদিমুল জানান, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে একদল ডাকাত তার বাড়ীর মূল ফটকের তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের বেঁধে রাখে ও মারধর করে। এসময় ঘরে থাকা দুই লক্ষ টাকার গয়না ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। বুধবার সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান প্রতিদিনের বাংলাদেশকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *