ভালুকায় বন বিভাগের হয়রানিমূলক মিথ্যা মামলা, ঘুষ, চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের হয়রানিমূলক মিথ্যা মামলা, ঘুষ, চাঁদাবাজি বন্ধের দাবিতে ও ভালুকার রেঞ্জ কর্মকর্তা হারুন-অর-রশীদ খান ও কাদিগড় বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খানকে চাকরি থেকে বরখাস্ত করে বিচারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী । ২৯ সেপ্টেম্বর (রবিবার) সকালে উপজেলার সিডস্টোর বাজার আল-মদিনা শপিং কমপ্লেক্সের সামনে বিভিন্ন দাবিতে প্যানা-ফেস্টুন হাতে নিয়ে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও সমাবেশ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এক ঘন্টা বিক্ষোভ করে ভুক্তভোগী এলাকাবাসী। পরে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে মহা সড়ক থেকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। কর্মসূচি তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে ও মঞ্জুর মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন আদালতে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাবলিকের নামে বিআরএস রেকর্ডিয় জায়গায় বন বিভাগের বনায়ন বন্ধ করতে হবে। জনগণকে ঘর-বাড়ী নির্মানে হয়রানি করা যাবে না। মিথ্যা মামলা দেওয়া যাবেনা। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবেনা। ডিমার্কেশন করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে, এছাড়াও পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের মদদপুষ্ট দূর্নীতিবাজ রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার অপসারণ এর দাবী জানান।এসময় সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, আব্দুর রউফ, শাহজাহান সিরাজ, আবুল হোসেন মাস্টার, নাসির উদ্দিন, রফিকুল ইসলামসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।