ময়মনসিংহ প্রতিবেদক: বকেয়া বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রোর ফ্যাশন নামে কারখানার শ্রমিকরা। ১২মে সোমবার দুপুরে উপজেলার কাঠালী এলাকায় কারখানার শ্রমিকরা দুই ঘন্টা ব্যাপি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন রাখে।
শ্রমিকরা জানায়, রোর ফ্যাশন নামে কারখানায় প্রায় ১৫০০ শ্রমক কর্মরত আছেন। শ্রমিকদের সাথে আলোচনা হয় গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতনসহ গত ঈদ বোনাস সহ চলতি মাসের ১১ তারিখ পরিশোধ করা হবে কারখানা কর্তৃপক্ষ জানান। কিন্তু তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ অন্যান্য দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না থাকায় তারা প্রথমে মহাসড়কের পাশে মানববন্ধন ও পরে মহাসড় অবরোধ করে এবং বিক্ষোভ করেন। শ্রমিকরা অভিযোগ করে জানান, এর আগে বেশ কয়েকবার বেতন দেয়া নিয়ে শ্রমকদের সাথে টালবাহানা করায় গত ৯ ডিসেম্বর তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেছিল। সর্বশেষ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া এবং ঈদ বোনাসসহ অন্যান্য দাবিপূরণ না করেই কারখানটি লেঅফ ঘোষণা করে।
এসময় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার শত শত যানবাহনসহ বিভিন্ন গাড়ির যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ও শিল্প, হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ্বাস দিলে মহাসড়ক থেকে সড়ে যান শ্রমিকরা।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর আলম জানান, গত মার্চ মাসে কারখানাটি লেঅফ ঘোষণা করা হয়। পরে শ্রমকিদের এক মাসের বেতনও পরিশোধও করা হয়েছিল। অন্য বকেয়া বেতন ও ঈদ বেনাসের জন্য তারা মহাসড়ক অবরোধ করেন। কলকারখানা সামনে তারা ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে মহাসড়ক ছেড়ে দেন।
