ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২১ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হাজির বাজার ও হাবিরবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা দুটি ঘটে।নিহতরা হলেন, মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজি গ্রামের শামছুল হকের ছেলে মোস্তফা কামাল (৪৫) ও ভালুকা উপজেলার বর্তা গ্রামের জবান আলীর ছেলে সবুজ মিয়া (৪০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বুধবার সকালে উপজেলার হাজিরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পট্রাকের সাথে ময়মনসিংগামী একটি পিকআপের ধাক্কা লাগে। এতে, ডাম্পট্রাকে থাকা মোস্তফা কামাল ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে উপজেলার সিডষ্টোর অরিয়ন নামের একটি কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাশে মোটরসাইকেল চাপা সবুজ মিয়া নামের পথচারী মৃত্যু হয়। ভালুকার ডরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, লাশ দু’টি থানায় রয়েছে। মোটরসাইকেলসহ তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।