ময়মনসিংহ প্রতিবেদক:: ময়মনসিংহের ভালুকায় হুমায়ূন কবির পাঠান নামে এক মাদরাসা শিক্ষকের ছেলে সন্তান না থাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে তারই সহোদর ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। এর আগে জমি দখলে বাধা দেয়ায় হামলাও করা হয়েছে তার উপর।
এই বিষয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মাদরাসা শিক্ষক হুমায়ন কবির পাঠান। অভিযোগ সূত্রে জানাযায়, দুটি মেয়ে সন্তান থাকায় হুমায়ুন কবিরের সহোদর ভাই,ভাতিজা ও ভাবিরা তার পৈত্রিক সম্পত্তি ভোগ দখলে বাধার সৃষ্টি করে যাচ্ছেন। অভিযুক্তরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম পাঠান(৫৮),হারুন-অর-রশিদ পাঠান(৫৩),গিয়াস উদ্দিন পাঠান(৪৭),আমিনুল পাঠানের ছেলে জাহিদ পাঠান(২৮),আমিনুল ইসলাম পাঠানের স্ত্রী জেসমিন লিপি(৪৭) ও গিয়াস উদ্দিন পাঠানের স্ত্রী ফাতেমা স্বপ্না(৪০)।
থানায় দেয়া অভিযোগে শিক্ষক হুমায়ুন কবির পাঠান বলেন,আমার ২ টি মেয়ে সন্তান আছে। আমার কোন ছেলে সন্তান না থাকায় বিবাদীরা দীর্ঘদিন যাবৎ আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি জোরপূর্বকভাবে ভোগ দখলের পাঁয়তারা করা সহ বিবাদীদের অব্যাহত হুমকির প্রেক্ষিতে আমি নিজ জমি চাষাবাদ করতে পারি না। তাছাড়াও বিবাদীরা ইতিপূর্বে আমাকে মারপিট করিয়া একাধিকবার জখম করে এবং আমার বসতঘর ভাংচুর করে আমার অংশে বাড়িঘর নির্মাণ করিয়া বসবাস করেছে। তাছাড়াও আমার সম্পত্তিতে থাকা গাছপালা জোরপূর্বকভাবে কেটে নিয়ে যায় এবং ইজমালি পুকুর হইতে মাছ দেয় না। তাছাড়াও বিবাদীদের হুমকির প্রেক্ষিতে আমার স্ত্রী, সন্তানরা নিজ বাড়িতে আসিতে পারে না।
তিনি আরো বলেন,এই অবস্থায় চলতি মাসের ২৪ তারিখ বিকাল অনুমান ৪ টার সময় আমি নিজ বাড়িতে আসিয়া জানতে পারি বিবাদীরা আমার বন্ধক দেওয়া জমি চাষাবাদ করতে বাধা দিচ্ছে। তখন আমি বিবাদীদেরকে আমার বন্ধক দেওয়া জমি চাষাবাদ করতে কেন বাধা দিতেছে জিজ্ঞেস করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট করিতে উদ্যত হয় এবং খুন, জখমের ভয়ভীতি প্রদর্শন সহ আমার সমস্ত পৈতৃক সম্পত্তি তাহারা জোরপূর্বকভাবে ভোগ দখলের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি আশেপাশে থাকা প্রতিবেশী লোকজন দেখেন ও জানেন।
সরেজমিনে হুমায়ুন কবিরের গ্রামের বাড়ি ও তার কর্মরত মাহমুদপুর দাখিল মাদ্রাসায় গিয়ে কথা বললে বিষয়টির সত্যতা পাওয়া যায়। হুমায়ুন কবির পাঠানের প্রতিবেশী ও সহকর্মীদের সাথে কথা বললে জানান, হুমায়ুন কবির পাঠান খুবই সহজ সরল প্রকৃতির একজন মানুষ। তবে দীর্ঘদিন ধরে তার সম্পদ আত্নসাতের জন্য তার ভাই ভাতিজারা তার উপর নির্যাতন করছে। এর আগে গত বছরের ১৪ অক্টোবর তাকে মারধোর করে রক্তাক্ত করে ফেলেন।
বিষয়টি নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্যের। একজন শিক্ষককে এভাবে হেনস্তার নিন্দা জানিয়েছে অনেকেই। শুধুমাত্র জমি আত্নসাতের কারণে একজন প্রবীণ শিক্ষককে এভাবে মারধোর করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সুশীল সমাজ।
এসব বিষয়ে প্রবীণ শিক্ষক হুমায়ুন কবির পাঠান ও তার পরিবার হুমকির মধ্যে জীবন যাপন করছেন। দ্রুতই সঠিক আইনী বিচারের দাবি পরিবারটির।
এবিষয়ে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।