ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মো: পল্টন মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রæয়ারী) সকাল ৭ টার দিকে ভালুকা- গফরগাঁও সড়কে উপজেলার ধীতপুর বাজারে ওই দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় সিএনজির চারযাত্রী গুরুতর আহত হয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সকালে উপজেলার ধীতপুর বাজারে ভালুকা গফরগাঁও সড়কে ভালুকাগামী সিএনজি ও গফরগাঁওগামী পিকআপের মাঝে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরজিনারী গ্রামের হাসেন মিয়া ছেলে পল্টন মিয়া ঘটনাস্থলেই নিহত এবং সিএনজির চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের মাঝে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পিকআপ চালক উপজেলার মেদিলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তৌকির আহমদকে (৩০) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহতের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ভালুকা মডেল থানার এসআই দুলাল চন্দ্রকুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।