ভালুকায়  নিখোঁজ হওয়ার তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

মীর ফাহাদ  ময়মনসিংহ  প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় গত শুক্রবার নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করে রবিবার দিন  নিশিন্দা গ্রাম থেকে ভালুকা মডেল থানা পুলিশ।৷ নিহত শিশু রেদুয়ান (৮) উপজেলার বহুলী এলাকার আশরাফুল আলমের ছেলে। শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রেদুয়ান বাবার বাড়ি থেকে তার মায়ের সাথে নানা বাড়ি নিশিন্দা বেড়াতে আসে। শুক্রবার দুপুর হতে ছেলেটি নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে তাকে কোথাও না পেয়ে রেদুয়ানের বাবা আশরাফুল আলম ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় রবিবার ভালুকা মডেল থানায় জিডি করেন। এরমধ্যে অজ্ঞাত এক নাম্বার থেকে কল দিয়ে ৪০ হাজার টাকা দাবি করেন। টাকা পাঠালে শিশুটিকে পাওয়া যাবে। পরে রবিবার (২২ ডিসেম্বর) বাড়ির পাশে মৎস্য খামারে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা প্রতিদিনের বাংলাদেশকে জানান, আমরা খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।