ভালুকায় জালিয়াতি করে কৃষকদের নামে ব্যাংক লোন 

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কৃষকদের কৃষি ভর্তুকি দেয়ার কথা বলে এনআইডি কার্ড নিয়ে প্রতারনার মাধ্যমে সোনালী ব্যাংক থেকে লোন করে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ব্যাংক থেকে লোন পরিশোধের জন্য লাল নোটিশ কৃষকরা পেলে তাদের লোনের বিষয়ে জানতে পারেন। এনিয়ে এলাকাবাসীর মাঝে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজৈ ইউনিয়নের কৃষকদের সাথে । 

গত মঙ্গলবার (১অক্টোবর বিকেলে) রাজৈ বোর্ড বাজার এলাকায় অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং লোন মওকুফ এর  দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ওই এলাকার ভুক্তভোগী কৃষকের জানান, ২০১৪, ২০১৬, ১০১৮ এবং ২০১৯ সালে উরাহাটি গ্রামের ওয়ার্ড যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন মাসুদ, রাজন, আওয়ামীলীগ নেতা শাহজাহান, জুয়েল সহ প্রতারক চক্রটি বিভিন্ন ভাতা দেয়ার নাম করে কৃষকদের কাছ থেকে এন আইডি কার্ড সংগ্রহ করেন।পরে  সোনালী ব্যাংক ভালুকা শাখার তৎকালীন কর্মকর্তা ও কর্মচারীদের যোগ সাযজে ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে একেক পরিমানে মোটা অংকের লোন উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।এই লোন বিষয়ে কিছুই জানতেন না ভুক্তভোগী কৃষকরা। সম্প্রতি কৃষকরা সোনালী ব্যাংক ভালুকা শাখা থেকে লাল নোটিশ পেলে বিষয়টি জানাজানি হয়। এতে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানান, এর আগে দুইবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কোন কৃষকই নোটিশ পাননি বলে জানান। কৃষকদের দাবি প্রতারক চক্র আগের নোটিশ গোপন করে রেখেছিলো তা না হলে তাদের লোন বিষয়ে আরো আগে জানতে পারতো। ভুক্তভোগীদের দাবি আ’লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছে প্রতারক চক্রটি।

মানববন্ধনে রাজৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদ, সহ স্থানীয় কৃষকরা বক্তব্য রাখেন। বক্তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি  কৃষকদের এ ঋণ মওকুফে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ  কামনা করেন। এ ব্যাপারে ভালুকা সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক রেজাউল হাসান বলেন, কৃষকদের সমস্যার বিষয়টি ব্যাংকে এসে জানাতে হবে, যদি এরকম হয় তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। যদি এখানে জালিয়াতির কোন প্রমান পাওয়া যায় তবে জরিত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।