ভালুকায় গলায় উড়না দিয়ে সদ্য বিবাহিত প্রেমিক যুগল সহ ৩ জন ফাঁসিতে আত্মহত্যা….

মীর ফাহাদ ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় গলায় উড়না দিয়ে সদ্য বিবাহিত প্রেমিক যুগল সহ ৩ জন ফাঁসিতে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়া পাড়া ও কাশর এলাকায়। নিহতরা হলেন দিনাজপুরের ঘাগড়াগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে মফিজুর রহমান সাগর(২৫)ও তার স্ত্রী নেত্রকোনা মদন থানার ইমদাতপুর এলাকার দুখু মিয়ার মেয়ে রেহেনা আক্তার নুপুর (১৯) নিহত । অপর জন হচ্ছে কিশোরগঞ্জ শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে সোনালী আক্তার(১৭)। ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

স্থানীয় থানা সূত্রে জানা যায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর এলাকায় জয়নালের ভাড়া বাসা থেকে বুধবার সন্ধায় সোনালী আক্তার নামে এডভান্স মিলের শ্রমিক গলায় উড়না দিয়ে ঘরের ধন্নার সাথে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার করাব পর পরইয় একই ইউনিয়নের হবিরবাড়ির ডুবালিয়া পাড়ার হেকমত মন্ডলের ভাড়া বাসার দোতলা ঘরের শিলিং ফ্যানের সাথে স্বামী স্ত্রী দুজনে গলায় উড়না দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবাস্থায় স্থানীয় ক্রাউন ওয়্যার্স লিঃ এর সুয়িং অপারেটর রেহেনা আক্তার নুপুর ও স্বামী একই ফ্যাক্টরীর কাটিং হেলপার মফিজুর রহমানের লাশ উদ্ধার করেন।

ভালুকা মডেল থানার ওসি(তদন্ত) মোঃ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান নিহত সকলই বাসা ভাড়া নিয়ে স্থানীয় কারখানায় চাকরী করতেন । বুধবার সন্ধায় কাশর থেকে সোনালী আক্তর ও ডুবালিয়াপাড়া থেকে সাগর ও নুপুর নামে স্বামী স্ত্রী ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কি কারনে আত্নহত্যা করেছে তার কারন এখনো জানা যায়নি। এ ঘটনা খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার গফরগাও সার্কেল আফরোজা নাজনীন ঘটনাস্থল পরির্দশন করে তিনি বলেন আত্নহত্যার কারন পরে জানানো হবে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *