জেলা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় পুরো একটি এলাকার স্বপ্নের একটি বিয়ে, সম্মিলিত প্রচেষ্টায় তিনদিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন করলেন গ্রামবাসী। ব্যতিক্রমী এই বিয়ের নানা কার্যক্রমের গল্প এখন সারা ভালুকার জনসাধারণের মুখে মুখে। বিয়েটি একজন দৃষ্টিপ্রতিবন্ধী ও এতিম সুমনের যার আপন বলতে কেউ নেই, তবে পুরো গ্রাম বাসিই যেনো তার প্রাণের আপন। বিয়েতে ব্যান্ডপার্টি নিয়ে দুইশতাধিক বরযাত্রী পায়ে হেটে আনন্দ উল্লাসে কনের বাড়ীতে যায় এবং আট শতাধিক দাওয়াতি মেহমানদের জন্য বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রমি এই বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পরলে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয় ।
জানা যায়, দক্ষিণ মনোহরপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে গত ৪ এপ্রিল (শুক্রবার) উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন মনোহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের দৃষ্টিপ্রতিবন্ধী সুমনের সাথে পার্শ্বর্তী শ্রীপুর উপজেলার যোগীরছিট গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে ফাহিমা আক্তারের এই বিয়ে সম্পূর্ণ করে। বিয়েতে ধার্যকৃত দেনমোহরের এক লক্ষ টাকার মধ্যে নব্বই হাজার টাকার গহণা ও দশ হাজার টাকা নগদ পরিশোধ করে ইয়াং স্টার ক্লাব। বিয়ে উপলক্ষে তিনদিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যে প্রথম দিন গায়ে হলুদ, দ্বিতীয় দিন বিয়ে ও তৃতীয় দিন বউভাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিয়ে সম্পূর্ণ হয়। দক্ষিণ মনোহরপুর ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা রমজানুল ইসালাম মামুন ও সোহেল আহমেদ বলেন, বিগত সময়ে এমন নজীরবিহীন বিয়ে আমরা দেখিনি। দৃষ্টিপ্রতিবন্ধী এতিম সুমনের বিয়েতে ব্যতিক্রমী আয়োজনে খরচের পরিমান বেড়ে যাওয়ায় এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ইয়াংস্টার ক্লাব আয়োজনটি সফলভাবে সম্পূর্ণ করে । ক্লাবের সভাপতি শান্ত মিয়া বলেন সুমনের বিয়েতে ব্যান্ডপার্টি নিয়ে দুইশতাধিক বরযাত্রী পায়ে হেটে আনন্দ উল্লাসে কনের বাড়ীতে যায় এবং বউভাত অনুষ্ঠানে আট শতাধিক মেহমানদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে যার সম্পূর্ন ব্যায়ভার এলাকাবাসি ও ক্লাব বহন করেছে পরবর্তীতে দৃষ্টিপ্রতিবন্ধি এতিম সুমনের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। ইয়াং স্টার ক্লাবের সদস্যদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি।