মীর ফাহাদ ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর-ঝালপাজা সড়কে আঁখি মডেল স্কুল সংলগ্ন মো. শাজাহান মিয়ার বাড়িতে গতকাল রোববার (২৭ এপ্রিল) দুপুরে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর-ঝালপাজা সড়কে আঁখি মডেল স্কুল সংলগ্ন মো. শাজাহান মিয়ার বাড়িতে হঠাৎ আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় ওই বাড়ির তিনটি বসত ও একটি রান্না ঘর। আগুনে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিকের দাবি।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান
জানান, আগুন লাগার খবরে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।