ময়মনসিংহপ্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায়অটোরিকসা-পিকআপ মুখোমুখিসংঘর্ষে আবদুলহামিদ (২৭) ও মনির হোসেন (৩৫) নামে দুইযাত্রীনিহত ও অটোচালক গুরুতরআহতহয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ ফেব্রæয়ারী) সকালসাড়ে ১০ টায়ভালুকা-গফরগাঁওসড়কেউপজেলার গোয়ারীনামক স্থানে।
স্থানীয় সূত্রে জানাযায়,ভালুকাগামীঅটোরিকসা ও বিপরীতমুখীপিকআপেরমুখোমুখিসংঘর্ষ হলেঅটোরিকসাটি দুমড়েমুচড়েযায়। এসময়অটোরিকসার দুইযাত্রীভালুকাউপজেলার সাতেঙ্গা গ্রামেরআবদুলহাইয়েরছেলেআবদুলহামিদ ও চান্দরাটিগ্রামের মৃত আবদুলওয়াদুদ মিয়ার ছেলেমনির হোসেনঘটনাস্থলেইমারাযান। এ সময়অটোরিকসাচালকশাহজাহান (৪০) গুরুতরআহতহন। আহতঅটোচালককেভালুকাসরকারীহাসপাতালেভর্তি করাহয়েছে।
ভালুকা মডেল থানারউপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ডুজানান, অটোরিকসা-পিকআপমুখোমুখিসংঘর্ষে অটোরকিসার দুইজনযাত্রঘটনাস্থলেইমারা গেছেন। লাশ দু’টিপুলিশি হেফাজতেআছে।