ভালুকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার  

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত এক ব্যক্তির (৩০)  লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার  সকালে উপজেলা ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের মুন্সিবাড়ী ব্রিজের সামনের রাস্তার পাশে জঙ্গলে এলাকা বাসী অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান।  পরে ভালুকা মডেল  থানা পুলিশ কে খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। 

ভালুকা মডেল থানার অফিসার্স ইনচার্জ শাহ কামাল আকন্দ সত্যতা নিশ্চিত করে  জানান, সকালে রান্দিয়া গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পরে থাকাতে খবর পাই। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।