অনলাইন ডেক্স: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যদি চট্টগ্রাম দাবি করে, তাহলে তাকে বাংলা, বিহার এবং উড়িষ্যা ফেরত দিতে হবে। তিনি বলেন, “ফাপা আওয়াজ দিয়ে কিছু হবে না। বাংলাদেশের জনগণ দিল্লির আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত।”
রিজভী এই মন্তব্যগুলো আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজনে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে করেন।
তিনি আরও বলেন, “ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে এবং সীমান্ত বন্ধ করে দেয়াসহ পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করছে। ভারতের এই আচরণ পার্শ্ববর্তী দেশগুলোর জন্যও ক্ষতিকর হবে। তারা চট্টগ্রাম দাবি করলে বাংলাদেশও উত্তর দিতে সক্ষম। বাংলাদেশে ১৮ কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিরোধে প্রস্তুত।”
রিজভী অভিযোগ করেন, ভারত নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, “ভারতের মন ভালো নেই, কারণ তারা একে একে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। এখন বাংলাদেশকেও নিয়ে ষড়যন্ত্র করছে।”
ভারতের ভিসা বন্ধ করার প্রসঙ্গে রিজভী বলেন, “ভারত ভিসা বন্ধ করে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আসলে, ভারত আমাদের উপকারই করেছে। ডলার পাচারের রাস্তাও বন্ধ হয়েছে। আর ভোগ্যপণ্য সরবরাহ বন্ধ হলে দেশের মানুষ আরও বেশি পরিশ্রম করবে, ফলে আমাদের রিজার্ভও বাড়বে। এই পদক্ষেপে আমাদের লাভ হয়েছে।”
ভারতের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাবের কথা উল্লেখ করে রিজভী বলেন, “ভারত সবসময় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং ইলিশের প্রতি তাদের আগ্রহের মাধ্যমে তারা আমাদের দেশের প্রতি হিংসাত্মক মনোভাব প্রদর্শন করে।”
এছাড়া, রিজভী ভারতের অপপ্রচার এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, “ভারত মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদের সম্প্রীতি এবং ভাতৃত্ববোধকে ক্ষতিগ্রস্ত করতে চায়, কিন্তু তারা সফল হবে না।”
তিনি আরও বলেন, “ভারত নিজেদের রাজনীতিতে ব্যর্থ হয়ে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে চলেছে, যিনি দেশের জনগণকে বন্দী করে রেখেছিলেন।”