ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হিন্দুদের ওপর হামলার খবর গুজব: বিবিসি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকস্মিক পতনের পর দেশে ‘হিন্দুদের গণহত্যা’ ঘটছে বলে কিছু খবর ছড়িয়েছে। এতে দাবি করা হয়েছে যে, হিন্দুদের ঘরবাড়ি জ্বলছে এবং নারীরা সহিংসতার বিরুদ্ধে সাহায্যের আবেদন করছে। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসব দাবি ও ভিডিওকে গুজব বলে অভিহিত করেছে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টগুলো মিথ্যা এবং বিভ্রান্তিকর। ১৮ আগস্ট ‘ফার-রাইট স্প্রেডস ফলস ক্লেইমস অ্যাবাউট মুসলিম অ্যাটাকস ইন বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে ৪০০ জনের বেশি নিহত হয়েছে। শেখ হাসিনার পতনের পর দেশে অস্থিরতা বৃদ্ধি পায়, এবং এই সুযোগে ভারতীয় অতি-ডানপন্থী গণমাধ্যম মিথ্যা ভিডিও ও তথ্য প্রচার করছে।

বিবিসি অনুসন্ধানে জানা যায়, একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছিল যে, বাংলাদেশের ইসলামপন্থীরা হিন্দুদের একটি মন্দিরে অগ্নিসংযোগ করেছে। কিন্তু চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে এমন কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। মন্দিরটির পাশে আওয়ামী লীগের দলীয় একটি কার্যালয়ে হামলা হলে, মন্দিরটি বন্ধ রাখা হয় এবং সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি।

আরেকটি ভাইরাল পোস্টে দাবি করা হয় যে, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের এক হিন্দু খেলোয়াড়ের বাড়িতে আগুন দেয়া হয়েছে। কিন্তু বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, আগুন দেয়া ভবনটি একটি মুসলিম আওয়ামী লীগ সদস্যের বাসভবন।

বিবিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ও পোস্ট ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে তৈরি করা হয়েছে। এসব ভুয়া খবর একাধিক অ্যাকাউন্ট থেকে বার বার শেয়ার করা হচ্ছে, যা মূলত হিন্দু-জাতীয়তাবাদী মূল্যবোধকে উস্কে দেয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।