বোনারপাড়ায় ওএমএসের ১৭ বস্তা চালসহ ডিলার আটক

আনোয়ার হোসেন রানাঃ গাইবান্ধার সাঘাটায় কালো বাজারে বিক্রির সময় ১৭ বস্তা (১০০০ কেজি) ওএমএস এর চালসহ ডিলার আটক করেছে স্থানীয় জনতা। আটকৃত ডিলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। ২০ মে দুপুরে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রির (ওএমএস) জন্য ১৭ বস্তা চাল উপজেলার বোনারপাড়া খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ডিলার ও বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  আফজাল হোসেন। উত্তোলনকৃত চাল কলেজ মোড় নামক স্থানে বস্তা পরিবর্তন করে কালো বাজারে বিক্রির সময় স্থানীয় লোকজন তা বুঝতে পেরে হাতেনাতে চালসহ ডিলার মোহাম্মদ আফজাল হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে চাল সহ অভিযুক্ত ডিলারকে আটক করে নিয়ে যায়। উপজেলার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন,চালগুলো সহ ডিলারকে থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন,অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *