বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন চমক নিয়ে হাজির হওয়ার ঘোষণা

বিশেষ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন চমক নিয়ে হাজির হওয়ার ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে আন্দোলনকারীরা রাজনৈতিক দল গঠনের দিকে এগিয়ে যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, তারা আপাতত দল গঠনের পরিকল্পনা করছেন না। রাষ্ট্রের সংস্কার করাই তাদের প্রধান লক্ষ্য।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিগগিরই নতুন ফরমেটে চমক নিয়ে সামনে আসবে। তবে দল গঠনের বিষয়টি এখনই তাদের এজেন্ডায় নেই।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আন্দোলনে সংশ্লিষ্ট একাধিক সমন্বয়ক জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, যা ১৫ জুলাই থেকে সহিংস রূপ নেয়। ১৬ জুলাই সংঘর্ষে ছয়জন নিহত হন এবং ৫ আগস্ট পর্যন্ত এই আন্দোলনে ৪৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ৬ আগস্ট পর্যন্ত আরও ১০৩ জনের মৃত্যুর তথ্যসহ দেশে মোট ৫৪২ জন নিহত হন। ৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আরও ২৬ জনের মরদেহ পাওয়া গেলে আন্দোলনে মৃতের সংখ্যা ৫৬৮-এ পৌঁছায়।

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশত্যাগ করেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরে শুক্রবার এ সরকারের উপদেষ্টার সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।