বেক্সিমকো শ্রমিকদের পাওনা পরিশোধে ৫২৫.৪৬ কোটি টাকার চেক হস্তান্তর

চ্যানেল7বিডি ডেক্স: বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনাদি পরিশোধে সরকার ৫২৫.৪৬ কোটি টাকার চেক হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরীর কাছে এই চেক হস্তান্তর করেন।

এই অর্থের মাধ্যমে আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে লে-অফকৃত শ্রমিক ও কর্মচারীদের পাওনা পরিশোধ করা হবে।

সরকারের উদ্যোগ ও শ্রমিক কল্যাণ
শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রচেষ্টায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রম ও ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার জন্য গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির ৮ম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ নিশ্চিত করা হবে, যা দেশের শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *