মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে নিজামউদ্দিনের অনুসারী বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভী (দা: বা:) কে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসার অনুমতি চেয়ে গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্বারকলিপি প্রদান করেছে জেলা মার্কাজের অনুসারীরা।
সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাবলীগ জামায়াতের কয়েক হাজার নিজামুদ্দিনের অনুসারীরা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিনের কাছে।
স্মারকলিপিতে দাবি করা হয়, কোনরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ কান্ধলভী (দা.বা.) বাংলাদেশে আসতে পারছেন না।
তাদের অভিযোগ, বিগত ৭ বছর ধরে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অথচ এরই মধ্যে তিনি বিশ্ব ইজতেমার প্রধান বক্তা হয়েছেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেছেন। তিনি তাবলীগের কাজে বাধাহীনভাবে সারা বিশ্বে সফর করে চলেছেন।
তাই এ বছর যাতে মাওলানা সাদ কান্ধলভী (দা.বা.) অবশ্যই বাংলাদেশে আসতে পারেন সে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা।
অভিযোগে আরও বলা হয়, বিগত ৭ বছর ধরে মাওলানা জুবায়েরপন্থিরা তাদের মূলধারার সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে মারধর, হত্যা ও জুলুম-নির্যাতন এবং কুৎসা রটনা ও অপপ্রচার করে আসছেন। এটি ইসলামি শরীয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে দেশের সব মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারি করা দরকার।
আগামী ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর তিন চিল্লা মুসল্লীদের জোড় অনুষ্ঠিত হবে টঙ্গীতে। পরবর্তী ৭ ফ্রেবুয়ারি থেকে ৯ ফ্রেবুয়ারি অনুষ্ঠিত হবে নিজাম উদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। জোড় ও বিশ্ব ইজতেমার মাওলানা সাদ কান্ধলভী (দা: বা:) কে দিল্লি থেকে বাংলাদেশে আসার অনুমতি চেয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
পরে তারা সারিবদ্ধভাবে পুলিশ কার্যালয়ে উপস্থিত হন। সেখানে পুলিশ সুপার মোঃ আবুল কালাম আযাদের কাছে একই দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বরাবর স্মারক লিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের গাজীপুর জেলা আমীর এ. বি. এম. আনোয়ার হোসেন, গাজীপুর জেলা সাদ অনুসারী শূরা সদস্য ডক্টর মোঃ আবদুল হান্নান, গাজীপুর জেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডাঃ দেওয়ান ইবনে আব্দুল রাব্বী, মোঃ এনায়েতুল করিম, মোঃ শহিদুল হক, মোঃ দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল হাই, মাওলানা উবাইদুর রহমান, মাওলানা ইউসুফ বিন নূর, মাওলানা মুহিউদ্দীন প্রমুখ।
একই সাথে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের অস্থায়ী সেনা ক্যাম্পেও স্মারকলিপি প্রদান করেন তারা। একযোগে সারা বাংলাদেশে স্মারকলিপি প্রদানের অংশ বিশেষ গাজীপুরে এই স্বারকলিপি প্রদান করা হয় বলে তারা জানিয়েছেন।