জেলা প্রতিনিধি : আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতি বছর ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে তাবলিগের জামাতের সাথিরা একত্রি হয়ে থাকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে। কয়েক লাখ মুসল্লির সমোগম হয়ে থাকে এই ময়দানে।তাবলীগের দুই গ্রূপের চরম উত্তেজনাকে কেন্দ্র করে দুটি ভাগে ভাগ করে জমায়তের আয়োজন করা হয় গত কয়েকবছর।তবে এই বছর এজতেমার আগেই দুই পক্ষে মধ্যে কয়েকদফা পাল্টাপাল্টি হামলা-ভাংচুর সংর্ঘসের ঘটনা ঘটে।আর এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে ইজতেমা ময়দান জুড়ে। তবে যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার আছে বলে জানান পুলিশের উদ্বোতন কর্মকর্তারা
এই শংঙ্কার মাঝেই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাঠের নিকটতম টঙ্গী ৫৩ নং ওয়ার্ডে ২৮ই জানুয়ারি থেকে ৩ই ফেব্রুয়ারি পর্যন্ত কিছু অসাধুচক্র ব্যক্তি মেলার আয়োজন করেছে। এতে করে এলাকার ধর্ম প্রাণ মানুষের মধ্যে বিভাজন বিরোভ আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এলাকার একজন প্রবীণ মুরব্বি বলেন, বিশ্ব ইজতেমা অনেক জটিলতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ মানুষ এমনিতেই আতঙ্ক বিরাজ করছে। তবে আমাদের এলাকার একটি চক্র মেলা বসিয়া চাঁদাবাজীর একটি ফাঁদ তৈরি করেছে । এর প্রভাব ময়দানেও পড়তে পারে বলে আশংকা বিরাজ করছে এলাকার সাধারণ মানুষ।আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি।
ময়দানের আশে পাশের মুসল্লিরা বলেন,ধর্মীয় বড় জমায়তের পাশেই মেলা,বিষয়টি মানা কষ্টকর। এমনিতেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।মেলা বন্ধে আমরা মুরব্বিদের সাথে কথা বলব।
এই বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিব, বলেন আমি এখনো মেলার বিষয়ে কোনো অনুমোদন পত্র পাইনি। অনুমতি ছাড়া মেলা পরিচালনা করতে পারবে না, যদি অনুমতি ছাড়া মেলা পরিচালনা করে তাহলে আমি ব্যবস্থা নিব।