চ্যানেল7বিডি ডেক্স: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মুহিবুর রহমান সুইট ছিলেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক।
গ্রেপ্তারের স্থান ও সময়:
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিচিতি:
সুইট খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের ছেলে।
র্যাবের কার্যক্রম ও থানায় হস্তান্তর:
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া জানান, গ্রেপ্তারের পর সন্ধ্যায় র্যাব-৯ তাকে থানায় হস্তান্তর করে। তথ্যসূত্র: ইউএনবি নিউজ