নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ সদর আসনে জনপ্রিয়তার শীর্ষে থাকা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও খুলনা মহসিন কলেজের সাবেক ভিপি শহিদুল ইসলাম ওরফে ভিপি শহিদ বর্ণাঢ্য আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে পাটিকাবাড়ী ইউনিয়নের নিজ গ্রাম খেজুরতলা থেকে শুরু করে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার আওতাধীন সাতটি ইউনিয়নে কয়েক হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন ইউনিয়নের বাজারে বাজারে সাধারণ ভোটারদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন ভিপি শহিদ। মটর সাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণের সময় ভিপি শহিদ বলেন, “রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, জনগণের ক্ষমতা আজ প্রশাসনিক দুর্নীতি ও দলীয় প্রভাবের নিচে চাপা পড়েছে। আমাদের ৩১ দফা হচ্ছে একটি নতুন সামাজিক চুক্তির রূপরেখা, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকারের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করা হবে।”
ভিপি শহিদ আরও বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য দেশের তরুণ প্রজন্মকে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।” এছাড়াও তিনি বলেন, কুষ্টিয়া সদর আসনে আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, তারই সূত্রধরে ধানের শীষ প্রতীকে যদি দলীয় মনোনয়ন পায় তাহলে বিপুল ভোটে এ আসন থেকে বিজয় লাভ করতে পারবো এবং এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন সেবা দিয়ে নিরলস ভাবে কাজ করবো। এ সময় বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন এবং জনগণের হাতে লিফলেট তুলে দেন।
এ সময় বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন এবং জনগণের হাতে লিফলেট তুলে দেন। স্থানীয়রা জানান, মটর সাইকেলের এত বড় শো ডাউন এটাই প্রথম। তাই নির্দিধায় বলা যায় সদর আসনে ধানের শীষের যোগ্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ভিপি শহিদ। স্থানীয় পর্যায়ে লিফলেট বিতরণকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।