বিদ্যালয়ের মাঠের মাঝ দিয়ে যাওয়া পাকা সড়ক স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠের মাঝ দিয়ে যাওয়া পাকা সড়ক স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা জানান, মাঝখানে পাকা রাস্তা থাকায় স্কুল মাঠ বিভক্ত হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীরা খেলার উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কায় থাকতে হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য খন্দকার শানিমুল হাসান, রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন খান এবং রান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খানম। বক্তারা বলেন, “বিদ্যালয়ের পেছনে বিকল্প রাস্তা থাকলেও সেটি ব্যবহার না করে স্কুল মাঠের মাঝখান দিয়ে চলাচল করে। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। গত রমজানেও এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিল।” তারা অভিযোগ করে বলেন, “বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও আজও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তাই যদি দ্রুত সময়ের মধ্যে রাস্তা বন্ধ করে নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত না করা হয়, তাহলে এলাকাবাসী নিজেরাই রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *