বিএনপি ক্ষমতায় এলে সুজন হত্যার বিচার হবে -সাবেক এমপি খালেক

এটিএম আলী আহম্মেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য, সারা বাংলায় জনপ্রিয় জাতীয়তাবাদী তুখোড় ছাত্রনেতা মরহুম শাহজাহান হাওলাদার সুজন স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও মিলাদ মাহফিল ভিন্ন ভিন্ন ভাবে পালন করেছে উপজেলা বিএনপি ও গণসংহতি আন্দোলন।

৩রা জুলাই, বৃহস্পতিবার সাবেক এমপি মরহুম শাহজাহান হাওলাদার সুজনের ২৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সকাল ১০ টায় সুজন স্মৃতি পরিষদ,সকাল ১১ টায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ধয়ক জোনায়েদ সাকি এবং ১২ টায় উপজেলা বিএনপি ওছাত্রদলের অঙ্গ সংগঠন তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। তারা সুজনের সমাধিতে ফাতেহা পাঠ, দোয়া ও তাবারক বিতরণ করে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন নানা সময়ে তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করে। শেষে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে সুজন স্মৃতি কলেজ মাঠে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক এমপি এমএ খালেক পিএসসি। এডভোকেট মীর হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস, বিএনপি নেতা ভিপি নাজমুল হুদা,ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিব,ইউনুস বিএসসি, মুসা হায়দার,একরাম হায়দার, কবীর হোসেন, শাহনেওয়াজ হাওলাদার প্রমূখ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিক শিকদারও শ্রদ্ধা জানান। সাবেক এমপি এমএ খালেক পিএসসি বলেন, তুখোড় ছাত্রনেতা শাহজাহান হাওলাদার সুজন ১৯৯৪ সালের উপনির্বাচনে ও ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে (পরপর দুইবার) ব্রাহ্মণবাড়িয়া-৬-বাঞ্ছারামপুর আসন থেকে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের ৩রা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্ত্বরের পাশে পাওয়া গেল রূপসদী গ্রামের ক্ষণজন্মা কৃতি সন্তান সুজনের লাশ। আজ ২০২৪ সালেও পাওয়া গেল না তার হত্যাকারীদের আসল পরিচয়, ধোঁয়াশাপূর্ণ তার হত্যাকারীদের ইতিহাস। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে সুজন হত্যাকারীদের বের করে বিচার করা হবে।”

বিএনপির অন্যান্য নেতারা তাদের বক্তব্যে বলেন, নিন্দুকেরা সুজনের প্রাণ নিয়েছে ঠিকই কিন্তু কেড়ে নিতে পারেনি তার জীবন ও কর্মের প্রেরণা, এই প্রেরণাই তাকে বাঁচিয়ে রাখবে হাজারো মনে, প্রাণে, গানে, যুগে যুগে। তাই, সাবেক এমপি সুজন আমাদের প্রেরণা, সুজনের স্মৃতি ও পরিবারের প্রতি সকলেই সুবিচার করে যাবে, এই প্রত্যাশা করি। সুজন নামটি অজর অমর অক্ষয়, সুজন বিএনপি ও ধানের শীষের প্রতীক, সুজনের জীবন ও কর্ম জাতীয়তাবাদী আদর্শ অনুসারীদের প্রেরণা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ধয়ক জোনায়েদ সাকি বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অনন্য ও বলিষ্ঠ ভূমিকার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। অসাধারণ বাগ্মিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত স্নেহ করতেন, বিভিন্ন জায়গায় সফর সঙ্গী নিতেন। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানও তাকে ভাইয়ের মত স্নেহ করতেন। সমসাময়িক নেতৃবৃন্দ, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খিদের মুখে তার গল্প শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *