বিএনপিতে চাঁদাবাজ ও দখলবাজের স্থান নেই – হাজী মোস্তফা জামান

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৮ আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহŸায়ক হাজী মোঃ মোস্তফা জামান বলেছেন, অনেক চাঁদাবাজ এবং সন্ত্রাসীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে । তারা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করছে । পরক্ষণে দেখা যায় এরা বিএনপির কেউ নয়, ধরা পড়ার পর তদন্তে দেখা যায় এরা যুবলীগ অথবা ছাত্রলীগ । যে কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে । বিএনপিতে কোনো চাঁদাবাজ এবং দখলবাজের স্থান নেই । শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রাজাধানী তুরাগের কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করার লক্ষে অনুষ্ঠিতব্য এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । এসময় হাজী মোঃ মোস্তফা জামান উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায় । একটি মহল দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে । এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন । যদি কেউ কোনো অপকর্ম করেন, জানমালের জন্য যদি কেউ হুমকি হয়ে দাঁড়ান, তাহলে তার ছাড় নেই সে যত বড় নেতাই হন । বিএনপি ও তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের দখলবাজদের বিরুদ্ধে রূখে দাড়াতে হবে । বিএনপি জনমানুষের দল । তাই দেশের আপামর জনসাধারণ ও তাদের জান মালের নিরাপত্তা দেয়া এবং তাদের পাশে দাঁড়ানো বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রতিটা নেতাকর্মীর নৈতিক দায়িত্ব ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও তুরাগ থানা বিএনপির যুগ্ন আহŸায়ক হাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এই প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির ১ম যুগ্ম আহŸায়ক হারুনুর রশিদ (খোকা), তুরাগ থানা বিএনপির যুগ্ম আহŸায়ক হাজী মোঃ জহিরুল ইসলাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহŸায়ক মোঃ আলী হোসেন, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহŸায়ক রিপন হাসান খন্দকার, বিএনপি নেতা মোঃ কামাল হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ চান মিয়া, ৫৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ সিদ্দিক সরকার, ৫৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেনসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃত্ববৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।