বিএনপিতে আওয়ামীলীগের একটি লোকও প্রবেশ করতে পারবেনা

বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়া পৌর এলাকার ১৬ নং ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা
বিএনপিতে আওয়ামীলীগের একটি লোকও প্রবেশ করতে পারবেনা

কুষ্টিয়া পৌর সভার ১৬ নং ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ১৬ নং ওয়ার্ড বাড়াদী ঈদগা মোড়ে এ আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়।
১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ কে বিশ^াস বাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীমুল হাসান অপু, জেলা যুবদলের সমন্বয়ক জিল্লুর রহমান, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার মিয়ারুল ইসলাম দুলাল, ১৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহিন আহম্মেদ উজ্জল, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জহুরুল ইসলাম বাবলু, ১৬ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, তমিজ উদ্দিন, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি কলিন, সহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৬ বছর ধরে স্বৈরাশাসক আওয়ামীলীগ এ দেশকে হত্যা, গুম, অর্থ পাচারসহ লুটপাটের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। কথায় কথায় পুলিশ দিয়ে বিএনপির নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন, মামলা, হামলা চালিয়ে দেশটাকে ধ্বংশের দিকে নিয়ে যায়। বক্তারা বলেন, গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশে স্বৈরাশাসকের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃ উদ্ধার করতে সক্ষম হয়েছি। পৃথিবীর নজিরবিহীন ইতিহাস স্বৈরাশাসক শেখ হাসিনার সাথে সাথে মন্ত্রী এমপিরাও দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে থাকলেও তাদের বিচার এদেশের মাটিতেই হবে। বিএনপি একটি সুশৃংখল দল। এই দলের মধ্যে আওয়ামীলীগের কোন লোক প্রবেশ করতে পারবে না। যদি কোন ব্যক্তি আওয়ামীলীগের কোন ব্যক্তিকে দলে আশ্রয় প্রশ্রয় দেয় তা হলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বক্তারা বলে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া তিনি তিনবারে প্রধান মন্ত্রী হওয়া সত্বেও তাকে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরন করেছে। তাকে সঠিকভাবে চিকিৎসাও করতে দেয়নি। বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকেও বাংলাদেশের কল্যাণের জন্য কাজ করে গেছেন। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এমন কোন কাজ করা যাবেনা যা জনগণের আস্থা নষ্ট হয়। জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুন্ন রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের উর্ধ্বে থেকে কাজ করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।