মোঃ সাইফুল ইসলাম : গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা এলাকার বিভিন্ন স্থানে চোরাই তেলের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু অসৎ ব্যবসায়ী। এ যেন দেখার কেউ নেই? প্রশাসনের নাকের ডগায় বসে রাত-দিন চব্বিশ ঘন্টা চালিয়ে যাচ্ছে এই চোরাই তেলের ব্যবসা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নাওজোড় ওভার ব্রীজের নিচে রাস্তার পশ্চিম পাশে নুরুল ইসলাম, রাকিব, সালাম, ওবাইদুর, হোসেন, ও আমির নামের একাধিক ব্যক্তি এই চোরাই তেলের দোকান দিয়ে বসে আছে। কিছু অসৎ ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, মাইক্রো বাস, ড্রাম ট্রাক, মিক্সার গাড়ি, কারগো গাড়ীর অসাধু ড্রাইভার চোরদের দোকানের মধ্যে গাড়ী ঢুকিয়ে গাড়ী থেকে অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করে থাকে। গাড়ী থেকে চোর সদস্যরা লম্বা এক ইঞ্চি পাইপ দিয়ে তেল বাহির করে অল্প টাকায় কিনে রাখে এবং পরে তা বেশি টাকায় বিক্রি করে থাকে।
অনুসন্ধানে আরো জানা যায়, এই চোরাই তেলের চক্রটি থানা পুলিশ ম্যানেজ করেই চালিয়ে যাচ্ছে ব্যবসা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানায়, নাওজোড় এলাকায় একাধিক চোরাই তেলের দোকান রয়েছে, কিন্তু এই চক্রটি দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করে যাচ্ছে। তারা আরও বলেন চক্রটি থানা পুলিশ প্রশাসন, ডিবি পুলিশ সহ সকল প্রশাসনকে মাসিক মোটা অংকের টাকা দিয়ে চোরাই তেলের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এবিষয়ে একাধিক দোকান মালিকের সাথে কথা বলতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। প্রতিটি দোকানেই ছোট ছোট ছেলেদের দিয়ে কাজ করানো হচ্ছে। এলাকাবাসীর দাবি দ্রুত এই অবৈধ তেলের দোকান বন্ধ করার জোড় দাবি জানান।
এ বিষয়ে জানতে একাধিক বার বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন খানের সাথে দেখা করতে গেলে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কথা হলে তিনি বলেন, বসেন আমি আসতেছি, কিন্তু ৩ থেকে ৪ ঘন্টা হয়ে যাওয়ার পরও তিনি থানায় আসেনি।