বালাসী ঘাটে উদ্বোধন হলো দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার“কঞ্চিপাড়া ইউনিয়ন যুব সমাজ”—এর উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বালাসি ঘাটে দুই দিনব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগিতায় বিশ্বাস ফাউন্ডেশন এর চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল। উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, কঞ্চিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজাদ মিয়া।

শুক্রবার (৩১ অক্টোবর) ও শনিবার(১লা নভেম্বর) দুই দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নদীপাড়ের জনপদজুড়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মাঝি-মাল্লা ও নৌকা বাইচপ্রেমীরা। দু’দিনব্যাপী এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শক বালাসীঘাটে ভিড় জমাচ্ছেন,যা পরিণত হচ্ছে এক উৎসবমুখর মিলনমেলায়। উদ্বোধনের আগে প্রায় অর্ধশতাধিক নৌকার বহর নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী নাহিদুজ্জামান নিশাদ মঞ্চে উপস্থিত হন। এ সময় সমর্থকদের নিশাদ শ্লোগানে মুখরিত হয় নদীর পাড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com