বারহাট্টায় আগুনে পুড়ল ১ দোকান

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: বারহাট্টা উপজেলার সদর ইউনিয়ন আমঘাই বাজারে আগুনে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বারহাট্টা উপজেলার সদর ইউনিয়ন আমঘাই বাজারে মজনুর দোকানে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে গ্রামবাসী ও বাজারের লোকজন এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের জানানোর পরেও এক ঘণ্টা দেরি করে আসায় এলাকার লোকজন খুব দুঃখ প্রকাশ করে। দেরি করে আসা ফায়ার সার্ভিসের কর্মীদের জানতে চাইলে তারা বলেন, “আমাদের করার কিছুই ছিল না, রাস্তার কাজ চলায় জ্যামে পড়েই গিয়েছিলাম, এজন্য আমাদের আসতে দেরি হয়েছে।
সার্ভিসকর্মীরা ছুটে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই বাজারে অবস্থিত মজনু ভাইয়ের মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

দোকানের ক্ষতির সম্পর্কে জানতে চাইলে মজনু বলেন, ১৮ লাখ টাকার মতো মালামাল ছিল, বিভিন্ন ব্যাংক থেকে কিস্তিতে টাকা এনে মালামাল তুলেছিলাম, এখন আমার আর কিছুই নেই, সব পুড়ে ছাই হয়ে গেল। এখন আমার মরে যাওয়ার সময় হয়ে গেছে, এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১০টা ২০ মিনিটে আগুন দেখতে পেয়ে প্রতিবেশী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *