এটিএম আলী আহাম্মেদ, বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা চত্বরে গত ১১ অক্টোবর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির বিরুদ্ধে তথাকথিত একটি ‘ঝাড়ু মিছিল’ আয়োজন করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নারী সংহতি আন্দোলনের নেত্রী আকলিমা আক্তার (আখি)।তিনি গভীর দুঃখ ও ক্ষোভ নিয়ে বলেন, “আমাদের দেশের একজন সৎ, নীতিনিষ্ঠ, শিক্ষিত ও জনগণের নেতা জোনায়েদ সাকির বিরুদ্ধে এই ধরনের নোংরা আয়োজন অত্যন্ত দুঃখজনক। আমি গণসংহতি আন্দোলনের
একজন সক্রিয় কর্মী হিসাবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”আকলিমা আক্তার দৃঢ় কণ্ঠে বলেন, ইনশাআল্লাহ তার নেতা জননেতা জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’ মার্কা নিয়েই ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে নির্বাচন করবেন।তিনি আরও বলেন, “দেশকে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বাঞ্ছারামপুরের জনগণ পরিবন চায়, আমি তাদের পাশে থাকতে চাই।”স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এ ধরনের অপপ্রচার আসলে সাকির জনপ্রিয়তাকে দমিয়ে রাখার চেষ্টা মাত্র। তবে বাঞ্ছারামপুরে নোংরা রাজনীতির বদল ঘটাতে সাকি ও তার দল বদ্ধপরিকর।