বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত: আহত তিনজন…

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় চালক সহ প্রাইভেটকারের দুই যাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। ১২ নভেম্বর (মঙ্গলবার) ভোররাতে ঢাকা খুলনা মহাসড়কের মোল্লাহাট মেঝের গাওলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময়ে স্হানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃতঃ ঘোষনা করে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান কুমিল্লা থেকে চালক সহ ৫ যাত্রী প্রাইভেটকার যোগে খুলনার দিকে যাচ্ছিল। পতিমধ্যে মোল্লাহাটের মেঝের গাওলা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে ছিটকে গিয়ে গাছে আঘাত করে। দুর্ঘটনায় গাড়ীতে থাকা চালক তারেক এবং যাত্রী রিয়াদ গুরুতর আহত হলে তাদের মোল্লাহাট উপজেলা  স্বাস্হ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এসময়ে গুরুতর আহত অপর তিনজন হাবিবুর রহমান,রাসেল ও সোহরাবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

নিহত ও আহতদের বাড়ী কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় বলে জানান তিনি। দুর্ঘটনা কবলিত গাড়ীটি মোল্লাহাট হাইওয়ে থানা হেফাযতে রয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।