অনলাইন ডেক্স: বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী প্রায় ২৫টি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাস বহরটি মোল্লাহাটের মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয়দের একটি অংশ ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বাস থামিয়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে।
এই হামলার প্রতিরোধে শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি দ্রুত রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষে প্রায় ১৮ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, ‘খুলনা থেকে ঢাকার উদ্দেশে শান্তিপূর্ণভাবে যাত্রা করা হয়, কিন্তু পথে আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা মনে করি, এটি ফ্যাসিবাদী সরকারের সহযোগীদের পরিকল্পিত আক্রমণ।’
আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ জানান, ‘এই হামলা পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। তবে কোনো বাধা আমাদের আন্দোলনের লক্ষ্য থেকে সরাতে পারবে না।’ তিনি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মোল্লাহাট থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’