বাগেরহাটে মধ্য বয়সি নারীকে ধর্ষণের চেষ্টা

শেখ শিমুল : বাগেরহাট, জেলার ফকিরহাটের তেকাটিয়া গ্রামে গত ২৬ সেপ্টেম্বর রাত ১০:০০  সময়

সুযোগ বুঝে ঘরে ঢুকে শিলা ঢালী নামে এক মধ্য বয়সি নারীকে ধর্ষণের চেষ্টা করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে অপরাধীরা হল হানিফ সরদার, হেলাল সরদার ও এনামুল মল্লিক নামে তিন যুবক

এ বিষয়ে ভুক্তভোগী বলেছেন বেশ কিছুদিন ধরে অপরাধীরা তার বসত বাড়ির আশেপাশে বসে মাদক সেবন করত বাধা দিতে গেলে তাকে নানা ধরনের আপত্তিকর কথা ও কু প্রস্তাব দিত।

ঘটনার দিন মুসল ধারে বৃষ্টির হাওয়ায় আশপাশের পরিবেশ নিস্তব্ধ থাকে।

ভুক্তভোগী সংসারিক কাজ শেষ করে ঘরের দরজা খোলা থাকা অবস্থায় বিছানা গুছাতে গেলে সেই সুযোগে হানিফ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় ভুক্তভোগী তখন ডাক চিৎকার করিলে হানিফ ঘরের বৈদ্যুতিক লাইট বন্ধ করে দিয়ে খাটের উপর জোর করে শুইয়ে দোস্ত দোস্তি করে এসময় ভুক্তভোগীর বুকের স্তনে গুরুতর আঘাত পায়, ঘটনার সময় আশপাশের লোকজন ডাক চিৎকার শুনে ছুটে আসলে অপরাধীরা পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে মিট মীমাংসার চেষ্টা করিলে ১নং অপরাধী হানিফ

কোন ধরনের মীমাংসার পদক্ষেপ গ্রহণ না করিয়া উল্টা ভাবে ভুক্তভোগী শীলাকে মামলা না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেয়।

ভুক্তভোগী নিরুপায় হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে গত ১২ ই অক্টোবর ফকিরহাট থানায় মামলা করিতে গেলে অপরাধীরা প্রভাবশালী থাকায় ফকিরহাট থানার পুলিশ মামলা না নিয়ে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে বাগেরহাট কোর্টে মামলা করার পরামর্শ দিলে

শিলা ঢালী নিজে বাদী হয়ে ধরা – নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩)অধিকতর সংশোধনী ২০২০ এর ৯(৪)(খ) /৩০ ধারায় মামলা করে, মামলা তদন্তাধীন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।