বাগেরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

নিজাম হাওলাদার রোকন, ‎বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ‎বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ভার্চুয়ালি এই কর্মশালার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

‎বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে, কর্মশালায় বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রিয়াদুজজামান, বাগেরহাট গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, তথ্য অফিসার সাহা চন্দ্র শেখর, সহকারি তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম সহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে  আশা প্রকাশ করেন আয়োজকরা। এই টিকা পাওয়ার জন্য নয় মাস থেকে পনের বছর বয়সের শিশুদের জন্মনিবন্ধন সনদ দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। পরবর্তীতে পার্শ্ববর্তী নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে নির্দিষ্ট দিনে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com