বাংলাদেশ সংখ্যালঘুদের জন্য স্বর্গরাজ্য: অলি আহমেদ

নিজস্ব প্রতিবেদক: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি স্বর্গরাজ্য। শনিবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অলি আহমেদ বলেন, “১৯৭২ সালের পর থেকে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের সদস্যরা সংখ্যালঘু সম্প্রদায়ের জমি, ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করেছে এবং উপাসনালয় ধ্বংস করেছে। তারা বরাবরই এ ধরনের অপকর্মের জন্য অন্য রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে এসেছে, যা আসলে বিভ্রান্তিকর। আশা করি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা আর নতুন করে বিভ্রান্ত হবে না। সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ একটি নিরাপদ স্থান, কারণ দেশের ১৮ কোটি জনসংখ্যার মধ্যে ৯২ শতাংশই মুসলমান।”

তিনি আরও বলেন, “ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার ভিত্তিহীন খবর প্রচার করছে। যদিও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তবে জনগণ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং নির্যাতনকারী ও গণহত্যাকারীদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে। ইতিহাসে অনেক দেশেই এ ধরনের ঘটনা ঘটেছে।”

অলি আহমেদ আরও বলেন, “গত ১৫ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, টাকা পাচার, বৈষম্য, বিরোধীদের ওপর অত্যাচার, গুম, খুনসহ বিভিন্ন অপকর্ম চালিয়েছে। কিন্তু মানুষ নীরব ছিল। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ আবারও স্বাধীন হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।”

তিনি সেনাবাহিনীকে আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী স্বৈরাচারী এবং দুর্নীতিবাজ নেতাদের যেসব সেনা নিবাসে আশ্রয় দেওয়া হয়েছে, তাদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে অবহিত করুন এবং আইএসপিআর-এর মাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করুন। এতে সেনাবাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।