অনলাইন ডেক্স: কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। এবার একই মঞ্চে ইতিহাস গড়ার হাতছানি নারী ক্রিকেট দলের সামনে। প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জয়ের সুযোগ পেতে যাচ্ছে মেয়েরা। প্রতিপক্ষ সেই চিরপরিচিত ভারত।
আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়েমাস ওভালে সকাল সাড়ে ৭টায় শুরু হবে শিরোপার লড়াই। সেমিফাইনালে নেপালকে সহজেই হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসা ম্যাচে নেপাল ৮ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়। ম্যাচসেরা হন ফাহমিদ ছোঁয়া, যিনি ব্যাট হাতে ২৬ রান করে অপরাজিত থাকেন এবং বল হাতে নেন ১ উইকেট।
অন্যদিকে, ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। সুপার ফোরে ভারত ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল, আর বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে বাংলাদেশ এবারের এশিয়া কাপ যাত্রা শুরু করে। এরপর মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় সুমাইয়া-ইভারা। তবে ভারতের বিপক্ষে গ্রুপপর্বে ৮ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা।
ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে অনুপ্রেরণা হিসেবে আছে অনূর্ধ্ব-১৯ ছেলেদের সাফল্য, যারা ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ জিতেছে।
ভারতের বাঁহাতি স্পিনার আয়ুশি শুকলা টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। বাংলাদেশের নিশিতা আক্তার নিশিও সমান ৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে। দুই দলের লড়াইয়ে ফাইনাল আজ জমে উঠবে, এটাই প্রত্যাশা।