বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কর্মচারী নেতারা অবৈধভাবে কোটি টাকার মালিক !

প্রতিনিধি:CHANNEL7BD.COM ::বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্মচারীর নেতারা অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। কর্মচারী আলমগীর হোসেন তার অনুসারীদের কাছে সাধারণ কর্মকর্তা ও কর্মচারীরা জিম্মি হয়ে পড়েছে। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করেন। তারাই আবার এখন বিএনপি অনুসারী হয়ে গেছেন । ক্ষমতার লোভে আওয়ামী লীগ আমলে তারা দুই গ্রুপ প্রায় সময় তাদের মধ্যে মারামারি ও মামলা পর্যন্ত হয়েছিল। কর্মকর্তাদের কে জিম্মি করে বিভিন্ন ধরনের টেন্ডার ও অফিসিয়াল কাজ হাতিয়ে নিতেন আলমগীর অনুসারীরা। সাধারণ কর্মচারীদের কোয়ার্টার পাওয়ার ক্ষেত্রেও তারা লাখ লাখ টাকা নিয়ে কোয়ার্টার বুঝিয়ে দেন। টাকা না দিলে তাদেরকে কোয়াটার দিতো না বরং সেই কর্মচারীকে ঘুরাইতো । উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে জিম্মি রেখে একের পর এক অবৈধভাবে কাজ হাসিল করতেন আলমগীরের গংরা । তাদের নেতৃত্ব দিতেন আলমগীর হোসেন । সেই দুর্নীতিবাজ আলমগীর হোসেন এখন বিএনপির শ্রমিক দলের ব্যানারে মেকানিজম করে নির্বাচনের পায়তারা করছেন। বর্তমানে প্যানেলের আলমগীর হোসেন একজন সভাপতি পদপ্রার্থী। তার প্যানেলেই তার অনুসারীদেরকে রেখেই নির্বাচনের দিনক্ষণ ঠিক করেন আগামী ২৫ ফেব্রুয়ারি । সাধারণ কর্মচারীদের ও কর্মকর্তাদের একাধিক ও অভিযোগ যে আলমগীর হোসেন তার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ থাকার পরেও কি করে নির্বাচন করে। দুর্নীতির কারণে কয়েক দফায় তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়। সে এখন বিএনপি’র নাম ভাঙ্গিয়ে দুর্নীতি করার হাতিয়ার তৈরি করছেন । এছাড়াও মিরপুর চিড়িয়াখানা রোডের বিসিআইসির স্টাফ কোয়ার্টারগুলো তার নিয়ন্ত্রণে চলে। তার সিন্ডিকেটের ভয়ে ভীত হয়ে পড়ে আছে সাধারণ কর্মচারী ও কর্মকর্তারা । একাধিক কর্মকর্তাদের অভিযোগে এসব তথ্য পাওয়া গেছে। বিস্তারিত আরো আগামী ………পর্বে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।