চ্যানেল7বিডি ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে মুরাদ মিয়া নামের এক বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সেজামোড়া সীমান্তে এই ঘটনা ঘটে।
হত্যার শিকার মুরাদ মিয়ার স্ত্রী রত্না বেগম বলেন, সীমান্তের কাছে আমাদের জমি আছে। সেখানে আমরা সবজি চাষ করি। সকালে আমি সেই সবজি ক্ষেতে গিয়েছিলাম। বিকেলে আমার স্বামী লিচু গাছে পানি দিয়ে বললো- আমি জমি দেখে আসি। দীর্ঘক্ষণ পর না আসায় আমি বিকেল ৫টার দিকে তাকে খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে আমি পাইনি। পরে একজন ফোন দিয়ে জানায়, বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমি ঘটনাটি জানাই। তারপরও মাগরিবের নামাজের পরেও তার সন্ধান পাচ্ছিলাম না। এরপর একটি বাচ্চা এসে জানায় সীমান্তে তাকে মারধর করে ফেলে দিয়ে গেছে।
বছরের পর বছর ধরে সীমান্তে বাংলাদেশীদের এভাবেই বিনা কারণে কিংবা ঠুনকো হত্যা করে আসছে ভারত।