বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত…

আব্দুর রাজ্জাক বাচ্চু :কুষ্টিয়া: কুষ্টিয়া, ২৫ নভেম্বর’ ২০২৪॥ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপাচার্য়ের নেতৃত্বে র‌্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তি প্রস্তরে পুস্পমাল্য অর্পণ করেন। পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টিএসসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দিবস উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।সট: প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপাচার্য, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।