বড় হারের দিনে বলই হাতে নিলেন না সাকিব

বিশেষ প্রতিনিধি: টানা তিন জয়ে উড়ছিল বাংলা টাইগার্স মিসিসাগা, কিন্তু এবার সাকিব আল হাসানের দলকে মাটিতে নামিয়ে এনেছে ব্রাম্পটন ওলভস। নিজেদের পঞ্চম ম্যাচে সাকিবের বাংলা টাইগার্স ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ব্রাম্পটনের কাছে।

গত শনিবার ব্রাম্পটনের বোলারদের তোপের মুখে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় বাংলা টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে ব্রাম্পটন ৫২ বল বাকি থাকতে ৮ উইকেট হাতে রেখে সহজেই জয় নিশ্চিত করে।

সেইদিন সাকিব ব্যাট হাতে ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। ৬ বল খেলে মাত্র ৪ রানে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। অল্প রানের পুঁজি নিয়ে বল হাতে নেওয়ার সিদ্ধান্ত নেননি সাকিব। অন্যদিকে, বাংলাদেশের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলামও বল হাতে ছিলেন নিরুত্তাপ। ৩ ওভার বল করে ২৫ রান খরচ করেছেন তিনি, তবে ব্যাট হাতে ৪ বলে ১২ রান করতে পেরেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।