বড়াইগ্রামে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

ইউসুফ হোসাইন লালপুর নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এইচএসসি সমমানের পরীক্ষায় সর্বোচ্চ মেধাক্রম অনুসারে ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে ক্রেষ্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুস্তুম আলী হেলালী। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, অধ‍্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসাইন, অধ্যক্ষ ইসাহাক আলী ও অধ্যক্ষ লুৎফর রহমান, প্রধান শিক্ষক রেজাউল করিম, ছাত্র অভিভাবক মোহাম্মদ উল্লাহ, কৃতি শিক্ষার্থী শ্রাবণী প্রামাণিক ও ফারজানা আফরোজ প্রিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এসএসসি’র ১৯ জন কৃতি শিক্ষার্থীকে দশ হাজার ও এইচএসসি’র ১৯ জনকে ২৫ হাজার করে টাকা করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *