বড়াইগ্রামে কৌশলে জমি নেওয়ার অভিযোগ পালিত নাতনির বিরুদ্ধে 

নাটোর প্রতিনিধিঃ নাটোরে বড়াইগ্রামে পালিত নাতনি সাথী তার নানি আমিনা নামে ১শ’বছরের বৃদ্ধার কাছ থেকে কৌশলে জমি নেওয়ার অভিযোগ তুলেছে  ভুক্তোভুগি পরিবার। ঘটনাটি উপজেলার নগর ইউনিয়ে মহানন্দগাছা গ্রামে। আমিনার সন্তানরা জানান,তিন বছর বয়সী আমিনার মেয়ে জরিনা বেগম সন্তানাদি না হওয়ায় সাথীকে পালো নিয়ে আসে। ছোট বেলা থেকে লেখাপড়া শেষ করে তাকে বিয়ে দেয়। তাদের ঘরে নাতিরা আছে। ১শ’বছরে বয়সী আমিনার বাড়িতেই মেয়ে জরিনা বেগম ও পালিত নাতনি সাথীকে নিয়ে থাকে। কয়েক মাস আগে আমিনার সন্তানরা জানতে পারে বাড়িসহ ৮শতাংশ জমি বিক্রি করবে সাথী। এমন ঘটনা জানার পরে তারা জানতে পারে বাড়িতে কেউ না থাকায় মা আমিনাকে ডাঃ দেখানো কথা বলে বনপাড়ায় নিয়ে গিয়ে ভূয়া রেজিষ্টি করে নেয় সাথী।ভুক্তোভূগি পরিবার উপজেলা ভূমি অফিস ও নাটোর কোর্টে জমি ফিরে পেতে মামলা করেন। বাড়ির সামনেও টাঙানো রয়েছে কোর্টের নোটিশ। ভুক্তোভুগি পরিবার আইনের সহযোগিতা কামনা করেছেন। সঠিক মালিকের কাছে জমি ফেরত চানও তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।