আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে ব্যাইংকা গ্রামের নালায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহিত ২টি ড্রেজার মেশিন ১ টি টিউবওয়েল ও ২ টি মোবাইল জব্দসহ ২ জন বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করার ৩ টি ড্রেজার মেশিন ও পাইপ হেমার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়।
বুধবার (৯ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪ ঘণ্টার এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা হলেন— ফুলছড়ি উপজেলার নিলকুঠি গ্রামের নজরুলের ছেলে এনামুল হক (৩২), নিলকুঠি গ্রামের মৃত্যু মোজাম্মেলের ছেলে জাহাঙ্গীর (৩০)।
পরে রাত ৮ টার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে দুজন বালু ব্যবসায়ী,জব্দ করা ড্রেজার মেশিন,টিউবওয়েল ও মোবাইল ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে,স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নিলেও সেনাবাহিনীর এমন অভিযানে খুশি এলাকাবাসী।তাদের দাবী বসতবাড়ি,ফসলি জমি রক্ষায় সেনাবাহিনীর এমন অভিযান যেনো অব্যাহত থাকে।