আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইনশ্ঙ্খৃলা মিটিং শেষে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন ১ নং কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি সোহেল রানা শালু, ২ নং উড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ত্রাণ ও পূনবাসন সম্পাদক গোলাম মোস্তাফা কামাল পাশা, ৪নং ফজলুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সদস্য আনছার আলী মন্ডল, ৫নং ফুলছড়ি ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ও ফুলছড়ি ইউনিয়ন আ’লীগ সভাপতি আজহারুল হান্নান মন্ডল , ৬নং গজারিয়া ইউপি চেয়ারম্যান ও সাবেক জাসদ নেতা খোরশেদ আলী খান খুশু, ৭নং এরেন্ডা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন নেতা আব্দুল মান্নান আকন্দ। তবে, ৩নং ইউপি চেয়ারম্যান আল আমীন কৌশলে মিটিং এর আগেই সটকে পড়ায় তাকে গ্রেফতার করতে পারেনি। জানা গেছে,বুধবার বেলা ২টার সময় উপজেলা আইনশ্ঙ্খৃলা মিটিং শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে তাদের আটক করা হয়। ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মাসিক আইনশ্ঙ্খৃলা মিটিং ছিল। মিটিং শেষে ৬ চেয়ারম্যানকে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে থানা পুলিশ আটক করে। এসময় বিক্ষিপ্ত জনতা উদখালী ইউপি চেয়ারম্যাকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করে।পরে আটককৃতদের গাইবান্ধা সদর থানায় নিয়ে আসা হয়। গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।