মীর ফাহাদ ময়মনসিংহ প্রতিবেদক: ফিলিস্তিনের নিরীহ জনগনের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ভালুকা ইমাম উলামা পরিষদের উদ্যোগে বড় মসজিদ থেকে একটি বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
ভালুকা পৌর শহরসহ উপজেলার বিরুনয়িা ইউনিয়নের কংশেরকুল দরবার শরীফের উদ্যোগে পীরজাদা এশফাকুর রহমান সিদ্দিকী ও আশিকুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে এবং ধীতপুর ইউনিয়নের আব্দুল ওয়াদুদ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মল্লিকবাড়ী ইউনিয়নের পাঁচগাঁও এলাকার তাওহীদি জনতার উদ্যোগে পথর্যালী ও প্রতিবাদ মিছিল বের করা হয়।
এসময় মিছিলে অংশগ্রহণকারী সচেতনমহল ইসরায়েলী পণ্য বয়কটসহ বিভিন্ন ধরনের সচেতনামূলক স্লোগানে জনসাধারণকে উদ্ধুদ্ধ করেন। পরে মিছিল শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করেন।