জেলা প্রতিনিধি: যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনার দিঘলিয়া উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা।
এ উপলক্ষে বুধবার ৯ এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৪ টায় একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা- ফ্রি ফ্রি ফিলিস্তিন, দুনিয়ার মজলুম এক হও লড়াই করো, বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, বিশ্ব মুসলিম ঐক্য গড়ো ফিলিস্তিন স্বাধীন করো সহ ইসরাইলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্লাকার্ড দেখা যায়।
মিছিল পরবর্তী সমাবেশে দিঘলিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দিঘলিয়া উপজেলার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দিঘলিয়া উপজেলার সেক্রেটারি মোহাম্মদ নুরুল হুদা সাজু, জয়েন সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম ইসকেন্দার, উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আজিজুর রহমান সোহেল , খেলাফত ছাত্র মজলিসের হাফেজ মুশফিকুর ইসলাম , জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদ দিঘলিয়া ইউনিয়নের সভাপতি আশরাফুল করিমসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলবাজ ইসরাইলি বাহিনীর বর্বরতা বন্ধ করতে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং বিশ্বের সকল মানবাধিকার সংস্থাগুলোকে একযোগে বিশ্ব মানবতা রক্ষার আহ্বান জানান। সমাবেশ থেকে একযোগে ইসরাইল ও এদের বন্ধু দেশের সকল পণ্য বর্জনের আহবান জানানো হয়। বক্তারা আরো বলেন, ইসরাইল গাজা ও রাফা সীমান্তে পাখির মত গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে যা মানবাধিকারের চরম লংঘন।পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নীরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান জানান।