ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী পুনাক শিল্প মেলা

জেলা প্রতিনিধি: ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে ‌ফরিদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ‌ মাসব্যাপী পুনাক শিল্প মেলা ‌ গত সোমবার থেকে ‌ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূনাক এর সহ-সভানেত্রী ‌ এনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল (পি পি এম), বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী রাজেন্দ্র কলেজের‌ অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, মোঃ আহসান কবির ডিজি এম বিসিক , ‌সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ওবায়দুর রহমান, রঙের মেলা বুটিক হাউজের স্বত্বাধিকারী আশরফুননাহার শিউলী প্রমূখ।

সভা পরিচালনা করেন ‌পুলিশ লাইন স্কুলের শিক্ষিকা ‌ রিনা পারভীন। সভায় বক্তারা বলেন, এই মেলা থেকে আরো বড় ধরনের ‌ শিল্প উদ্যোক্তা বেরিয়ে আসবে। যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হবে। ‌বক্তারা বলেন, ‌ শিল্পের জন্য প্রয়োজন ক্ষুদ্র উদ্যোক্তা, ‌উদ্যোক্তাদের মাধ্যমে ‌ দেশে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠা সম্ভব। দেশে ‌ উন্নয়ন করা সম্ভব। ফরিদপুর যাতে ‌ শিল্পোন্নত জেলায় উন্নত হতে পারে ‌ সেজন্য সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‌‌শিল্প উদ্যোক্তা তৈরি করতে বিসিক ‌এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মহিলাদের স্বল্প সুদের ঋণ প্রদান করে থাকে এর ফলে যেকোনো ব্যক্তি স্বনির্ভর হতে পারেন। তারা বলেন এই মেলাতে যে সমস্ত পণ্য বিক্রি হবে ‌হবে ‌তা দেশীয় তৈরি।

আমাদের দেশের জিনিসের মান অনেক ভালো। আপনারা দেশীয় পণ্য ব্যবহার করুন ‌তাহলে দেশ উপকৃত হবে, দেশের টাকা ‌ দেশেই থাকবে। বক্তারা বিগত দিনে ‌ পুনাকের ‌ বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আলোচনা করে বলেন, পুনাক একটি ‌একটি নারীবান্ধব সংগঠন। যারা সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে বিগত দিনে কাজ করেছে এখনো তা অব্যাহত আছে।‌

ইতোমধ্যে তারা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। অসহায় মানুষের পাশে ‌ দাঁড়িয়েছেন। এই শীতে ‌ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। তাছাড়া আগামী দিনে ‌নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পুনাক কাজ করে যাবে। আর তাই ‌ আগামী দিনের ‌পুনাকের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সর্বস্তরের জনগণের ‌সহযোগিতা কামনা করা হয়।

এরপর মেলার উদ্বোধন করা হয় ।এ বছর মোট ৫২ টি স্টল মাসব্যাপী ‌ মেলায় অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *