পার্থ প্রতিম ভদ্র: ফরিদপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১০) কে শ্লীলতাহানি করার অভিযোগে দায়ের করা মামলায় সহযোগীসহ এক শিক্ষককে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এর আগে ওই ছাত্রীর বাবা মুদী দোকানদার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় তার মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ এনে ওই দুজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার হওয়া ঐ শিক্ষকের নাম শরিফ মোল্লা ওরফে মিলন (৫৮)। তিনি ফরিদপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি হলেন আনোয়ারুল হক ওরফে মিন্টু (৫৬)।
ঘটনা সত্যতা নিশ্চিত করে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, এ মামলার আসামি প্রাইমারি স্কুলের শিক্ষক ও তার সহযোগীকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শ্লীলতাহানির শিকার ও শিক্ষার্থী আজ আদালতের জবানবন্দি দিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ৬ সেপ্টেম্বর দুপুরে ওই শিক্ষার্থীর বাড়িতে কেউ না থাকার সুযোগে শরিফ মোল্লা ও আনারুল হক চড়াও হয়ে তার শ্লীলতাহানি করে।