ফরিদপুরে নিউ লাইফ প্রাইভেট হসপিটালে সরকারি ওষুধ দিয়ে রুগীর চিকিৎসার অভিযোগ

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে নিউ লাইফ প্রাইভেট হসপিটালে সরকারি ওষুধ দিয়ে রোগীর চিকিৎসার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ‌সকাল ৯ টার দিকে ‌ফরিদপুর পৌরসভার ‌১৩নং ওয়ার্ডের পশ্চিম খাবাসপুর নিউ লাইফ প্রাইভেট হসপিটালে মোছা: বিথী আক্তার (২০) স্বামিঃ আশিক থানাঃ ভাঙ্গা জেলাঃ ফরিদপুর। সিজারিং অপারেশনের জন্য ৩১/১০/২৫ ইং তারিখে ভর্তি হয়। ০৩ তারিখে রুগী ছাড়পত্র দিয়ে ছেড়ে দেন। তখন রোগীর সাথে ওষুধ কন্টাক স্বরূপ সাত দিনের প্যাকেজ ১১,৫০০ টাকায় হাসপাতালের ভিতরে চার দিনের সরকারি ওষুধ ব্যবহার করেন এবং তিনদিনের সরকারি ওষুধ রোগীর হাতে বুঝিয়ে দিয়ে ছাড়পত্র দিলে বাকি ওষুধ কিনতে গেলে ফার্মেসির লোক তখন বলে এগুলো সরকারি এগুলা আপনাকে প্রাইভেট হাসপাতাল থেকে কেন দেবে? তখন রোগীর লোক বুজতে পারে আমাদের সরকারি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করছে। তখন সাংবাদিক এবং মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশকে রোগীর লোক ঘটনাটি সত্যতা জানায় জানায়। জানা গেছে এ হাসপাতাল করার মত কোন কাগজ পত্র এখনো করেন নাই। ঘটনাটা এলাকায় ‌ চাঞ্চলের ‌ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com