ফরিদপুরে ছাত্রসমাজের উদ্যোগে, ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২-৩০ মিনিটের সময় ফরিদপুর সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে উক্ত কর্মসূচি পালিত হয়।

শহরের রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নিরব ইমতিয়াজ শান্তর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী সিফাত,সানজিদা রহমান সমতা, কাশফিয়া ইকবাল ফারিন, আশরাফুল তাসিন সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সময় পরিকল্পিতভাবে ধর্ষণের ঘটনাটি সমগ্র বাংলাদেশে বেড়ে চলেছে। এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র কাজ করছে। সাম্প্রতিক সময় মাগুরার শিশু আসিয়া ও কানাইপুরে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে ধর্ষকের ন্যূনতম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

এ ব্যাপারে প্রশাসনকে বিশেষ করে বিচার ব্যবস্থাকে অত্যন্ত কঠোর হতে হবে।বিচার ব্যবস্থার ফাক ফোকরের কারণেই ধর্ষকরা জামিনে বেরিয়ে যাচ্ছে। পাশাপাশি ধর্ষকের পক্ষে যে সকল আইনজীবী কাজ করবে তাদের বিপক্ষে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশে যে কোন অস্থিতিশীল পরিস্থিতি ও দুর্যোগের সর্বদা ছাত্ররা মাঠে ছিল এবং ভবিষ্যতেও মাঠে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *